ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়

Channel:
Subscribers:
2,029
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=o2B_jZtwfwM



Duration: 2:38
9 views
1


ফেসবুকের ১৮+ অশ্লীল, নোংরা, খারাপ, এডাল্ট ভিডিও ও ছবি বন্ধ করার পদ্ধতি অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনার ফেসবুকের নিউজফিডে আসা অশ্লীল ভিডিও এবং ছবি বন্ধ করতে পারবেন। ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকের খারাপ ভিডিও বন্ধ করার অপশন দিয়েছে। ফেসবুকের অশ্লীল ভিডিও ও ছবি বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

.প্রথমে আপনার যে ফেসবুক আইডিতে অশ্লীল ভিডিও ও ছবি আসা বন্ধ করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডির মেনু বাটনে ক্লিক করে মেনু অপশনে প্রবেশ করুন।

.এবার আপনার ফেসবুক আইডির Setting অপশনে প্রবেশ করতে হবে। নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডির Setting অপশনে প্রবেশ করবেন।

.ফেসবুক আইডির সেটিং অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো News Feed নামে একটি অপশন দেখতে পারবেন আপনাকে এই News Feed অপশনে প্রবেশ করতে হবে।

.এবার আপনারা Reduce নামে একটি অপশন দেখতে পারবেন। ফেসবুক নিউজ ফিডে আসা অশ্লীল ভিডিও ছবি বন্ধ করার জন্য এই Reduce অপশনে প্রবেশ করতে হবে।

.এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Sensitive Content নামে একটি অপশন দেখতে পারবেন। এই Sensitive Content অপশনে প্রবেশ করবেন।

.অতঃপর আপনারা Sensitive Content পেজে নিজের স্ক্রিনশটের মতো দুইটি অপশন দেখতে পারবেন। এখানে Reduce (default) অপশন আগে থেকেই চালু করা থাকে। আপনি এখানে দেয়া Reduce more অপশন সিলেক্ট করে চালু করবেন।

.অতঃপর Reduce more অপশন চালু করলে কি কি হবে সেটি নিচের স্ক্রিনশটের মতো দেখতে পারবেন। এরপর ok অপশনে ক্লিক করলেই Reduce more অপশন চালু হবে এবং আপনার facebook আইডিতে হুট করে অশ্লীল ভিডিও ও ছবি আসবে না।

.এই ছিলো ফেসবুকের ১৮+ অশ্লীল, নোংরা, খারাপ, এডাল্ট ভিডিও ও ছবি বন্ধ করার নিয়ম। উপরে ফেসবুকের নিউজ ফিডে আসা অশ্লীল ভিডিও ও ছবি বন্ধ করার পদ্ধতি দেখানো হয়েছে। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করলে আপনার ফেসবুক আইডিতে অনাকাঙ্ক্ষিত খারাপ, অশ্লীল, এডাল্ট ভিডিও ও ছবি আসবে না।