যা বলেছিলে, মিথ্যে বলেছিলে || শাহীদুজ্জামান শাহাদ
যা বলেছিলে, মিথ্যে বলেছিলে || শাহীদুজ্জামান শাহাদ
তুমি বলেছিলে;
এ পৃথিবী সমতল
তবে পদে পদে চলতে গিয়ে
কেন আমার নগ্ন পদপৃষ্ঠকে রক্তাক্ত
করে অসমতল তীক্ষ্ণ অগ্রভাগ?
তুমি বলেছিলে;
এই স্থলভাগ টা নাকি
পুষ্পে ভরা
তবে কেন পুষ্পের ফাঁকে লুকিয়ে থাকে
হৃদয়-খঞ্জর কাটাগুচ্ছ?
তুমি বলেছিলে;
সামনে এগিয়ে যেতে
তবে কেন বলনি?
পেছন থেকে আসা ছুরিকাঘাতে
মাটি চাপা হয়ে যাবে আমার
পরিশ্রান্ত হৃদয়!
তুমি বলেছিলে;
জন্মদাতার ছাদের নিচে থাকার মত
বিলাসিতা আর কোথাও নেই
তবে কেন তার সান্নিধ্যে থেকেও
নিজেকে শরণার্থী মনে হয়!
তুমি বলেছিলে;
যদি বিশুদ্ধ পানির সন্ধান চাও
তবে নায়াগ্রা জলপ্রপাতে যাও
তবে কেন বলনি?
সেই জলপ্রপাতের ধাক্কায়
পানি অতলে স্থির হয়ে
ভেসে উঠবে আমার
নিথর দেহের বুদবুদ!
তুমি বলেছিলে
তোমার আকাশে কখনো
উৎকৃষ্ট মেঘ খুঁজেই পাবে না
যদি চাও ,
তবে ইতালির ভিসুভিয়াস
দেখতে যাও।
গিয়ে দেখি-
এ তো কেবল মেঘমালার প্রতিরূপ
"পাইরোক্লাস্টিক ফ্লো"
যার অগ্নুৎপাতে বিনষ্ট হয়ে গেল আমার মস্তক
আর গলিত লাভা শুকিয়ে
হতভম্ব হয়ে গেল আমার দুটি পায়া!
তুমি বলেছিলে;
যদি কোলাহল থেকে নিস্তার চাও
তবে অতীতে চলে যাও
সময়যান ধার করে চলে গেলাম অতীতে
এক কদম না ফেলতেই
ডাইনোসরের পদপৃষ্ঠে মর মর করে
চিৎকার করে উঠলো আমার দেহ!
তুমি বলেছিলে;
শহরের কোলাহল থেকে ভিন্ন কিছু
পশুপাখিদের মনোরম ডাক শুনতে চলে যাও
"চিড়িয়াখানায়"
সেখানে গিয়ে তাদের
"মুক্তি চাই" "মুক্তি চাই"
চিৎকার যেন কানে গলিত সীসার মত প্রবেশ করল
আর ক্ষতবিক্ষত করে দিল আমার কানের দুটি পর্দাকে!
তুমি বলেছিলে;
যদি মর্তটাকে ভালোভাবে দেখতে চাও
তবে হিমালয় পর্বত শৃঙ্গে যাও
তবে কেন বলনি?
সেখানকার হিম শীতল পরিবেশে জমে বরফ
আর বাতাসের ধাক্কায় ভেঙ্গে চুরমার হয়ে যাবে
আমার ভঙ্গুর দেহ!
তুমি বলেছিলে;
সূর্যের প্রখর তাপ থেকে যদি বাঁচতে চাও
তবে গহীনের সেই বটবৃক্ষের ছায়াতলে যাও
ঘন্টার পর ঘন্টা স্বস্তির নিঃশ্বাস ফেলার পর
আকস্মিক ভূকম্পনে নেতিয়ে পড়া
বৃক্ষের সাথেই ফেলেছি শেষ নিঃশ্বাস!
তুমি বলেছিলে;
নিশ্চয়ই সময়টাই তোমার জন্য খারাপ যাচ্ছে
যাও ঘুরে এসো মহাকাশ থেকে
পারলে দুটো দিন
কৃষ্ণগহ্বরে আলোর বিকিরণ করে দিও
এসে দেখবে
তুমি সময়ের থেকে এগিয়ে
অথবা সময় তোমার থেকে পিছিয়ে
আর দেখবে সব ঠিক হয়ে গেছে
মহাকাশযানে করে পাড়ি দিলাম
দেখতে দেখতেই পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে
শুধু ঘোরা হলো, ঘুরে আসা আর হলো না
অর্ধেক পথ না পেরুতেই থেমে গেল মহাকাশযান
সাত দিন অপেক্ষা করেও
পৃথিবীটাকে দ্বিগুণ ম্যাগনিফাই করে দেখতে পারলাম না
বাধ্য হয়ে দরজা খুলে
নভোচারীর পোশাক পরে ভাসতে থাকলাম শূন্যে
২৪০ মিনিট পর অক্সিজেনের কাটাও শুন্যে এসে ঠেকলো
ভাবলাম মহাকাশে একবার শ্বাস নিয়ে দেখি
খুলে ফেললাম হেলমেট
পরমুহুর্তে যেন আমার দেহের প্রতিটি
নিউট্রন প্রোটন ইলেকট্রন বিলীন হয়ে গেল
বাকি রইল কেবল শূন্য আর শূন্যতা !
তুমি যা বলেছিলে
সব মিথ্যে বলেছিলে
নাকি ফিরে না আসতে পারাই আমার ব্যর্থতা !
-শাহীদুজ্জামান শাহাদ
৫/২৭/২০২৩
background music -[ Kiss The Rain Guitat ( Yiruma ) ] Ilya Filippov https://youtu.be/9d3NZJvgNBg