Antik Mahmud- Shohor | Lyrics video | ft. @gazifahmidofficial @antikmahmudsong

Subscribers:
139,000
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=TYXvK9uidN8



Duration: 3:51
21,589 views
1,271


Watch the official music video- https://www.youtube.com/watch?v=wazNM8Fxp58
Subscribe to @antikmahmudsong
Stream Shohor everywhere!
Spotify: https://open.spotify.com/track/6mZGhXORdX9LEjrslodEpr?si=b232b11a2ba84006
Itunes: https://music.apple.com/us/album/shohor-single/1689793794

The beginning of this voyage was "Bhulbona Aar" discovering how colorful and happy your life is for your friends. The following chapter, "Kal Theke Nai," explained how no one in your life is ever truly permanent. As the tale comes to a close, "Shohor" explains how you have to accept the fact that Life do be like that.

Music Credit
Direction: Antik Mahmud
Lyrics: Antik Mahmud
Lead Vocal: Gazi Fahmid
Composer: ictvbm
Producer: Antik Mahmud

Lyrics:
ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।
(1.. 2.. 3.. Let’s Go!)
Yei.. Yei
যায় আশা হেঁটে,
ধরে রাখতে চাওয়া সময়
যায় কেনো কেটে?
শহর ডাকে কোলাহলের গানে,
আমার সাড়া দেওয়া লাগে কষ্টে খেঁটে।
(Aha!)
বারবার লাগে,
পাশে নাই কেউ যারা পাশে থাকতো আগে।
এক করে সবাইকে দেখতে চাই ঠিকই তবে
একার খোলা ডাকে কয়জন জাগে?
একা আসা মানুষ কেন শতজনের হয়?
আমি শহরের ঠিক কিন্তু এই শহর আমার নয়।
(Yei!)
সবুজ মনের খোঁজ নাই খালি দেখি
সবুজ কাগজের বহর।
(Aha!)
এটাই আমার লাল নীল আলোর দেখো মিথ্যা শহর।
(মিথ্যুক শহর!)
শহর
কাটায় প্রহর।
ভাবার
সময় কাড়ে আমার।
যাবেনা গানের এই সুর,
ওরা এতোই দূর।
শত অজুহাত কাদের থামায়?
ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।
ভেবে বলো যখন
দিনটাই দেখো কালো,
তখন রাস্তার কালো ধোঁয়া করবে কি?
আমি নিজের কথা ভাবি কম,
ভাবি আমার এই সম্মান সবাই কে বলবে কি।
ব্যস্ত বন্ধু আর ব্যস্ত সময় শঙ্কাটাই লাগে যেন বেশী।
তাই বারবার মনটা খুলতে যেয়েও ঠিকই
বন্ধ ফেরত আসি।
(তাই বলি-)
একা আসা মানুষ কেন শতজনের হয়?
আমি শহরের ঠিক কিন্তু এই শহর আমার নয়।
নাই সবুজ মনের মানুষ
সবুজ কাগজের বহর।
আর এটাই আমার লাল নীল আলোর-
(মিথ্যা শহর!)
শহর
কাটায় প্রহর।
ভাবার
সময় কাড়ে আমার।
যাবেনা গানের এই সুর,
ওরা এতোই দূর।
শত অজুহাত কাদের থামায়?
ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।
ওরা ভুলে গেলে যাক,
তবু আমাকে
ভুলাসনা সেসব দিন।
বুঝাতে পারবোনা কত বাকি পড়ে আছে
ফেরাতে দেওয়া সে ঋণ।
ওদের কথা-হাসি-গল্প আমি
পেতাম আগে যত সব,
দেখাতো মনের মধ্যে রোদের আলো,
হাওয়া দুঃখ কিংবা ক্ষোভ।
কিন্তু হঠাত কি হলো আমার?
হঠাত এতো কেন আমি ভিন্ন?
আমি যদ্দুরইবা আসলাম সেটা
বলো কাদের জন্য?
এখন ছুটে চলি বিনা দিকে।
আমার প্রিয় খালি মহোর।
সব দোষে দোষী এই জঞ্জালে ভরা-
-শহর
কাটায় প্রহর।
ভাবার
সময় কাড়ে আমার।
যাবেনা গানের এই সুর,
ওরা এতোই দূর।
শত অজুহাত কাদের থামায়?
ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।







Tags:
shohor
lyrics video
lyrics
antik mahmud
gazi fahmid
rock song
rap song
new bangla song
city life 2023