How to fix Mi Router 4A 5GHz Not Showing Connecting Problem | Technical Jawad

Subscribers:
220
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=dKjgXFNrftY



Category:
Tutorial
Duration: 10:06
159 views
13


সর্বপ্রথম বলতে চাই, এই পোস্টটা তাদের জন্য যারা Mi Router 4A (Regular Edition) ব্যবহার করেন।

সমস্যা: আমাদের মধ্যে অনেকেই আছে যারা Mi Router 4A (Regular Edition) ইউজ করে। এই রাউটারটি ব্যবহার করার সময় আমরা যে সমস্যাটি সম্মুখীন হয় সেটি হচ্ছে আমরা 5Ghz Enable করতে সক্ষম হয় না।
এবং, ডুয়াল ব্যান্ড এস এস আই ডি আইডি এনাবেল করলেও তা ফোনে শো করে না।
এটার সমাধান খুবই সিম্পল।

সমাধান: রাউটার কনফিগারেশন করার জন্য যে কোন ওয়েব ব্রাউজার এর এড্রেস বারে (192.168.31.1) টাইপ করে Enter Press করতে হবে। রাউটারের কনফিগারেশন ওয়েব পেজে যাওয়ার পর সেখান থেকে Region টা (Australia/New Zealand) এই দুটি দেশের মধ্যে যেকোনো একটি দেশ সিলেক্ট করে পরবর্তী ধাপগুলো সিম্পল ভাবে অনুসরণ করতে হবে। আমি only এই দুটি কান্ট্রি সিলেক্ট করতে বলবো। কারণ এই দুটি দেশে 2.4 এবং 5.0 Ghz এর সকল চ্যানেল সাপোর্ট করে। সুতরাং এই দুটি দেশের মধ্যে যে কোন একটি দেশ দেয় বাঞ্ছনীয়। এবং এমআই ওয়াইফাই অ্যান্ড্রয়েড অ্যাপের রিজন অবশ্যই অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড দিতে হবে। অর্থাৎ রাউটার এবং এমআই ওয়াই ফাই অ্যাপের রিজন সেম হতে হবে। সবকিছু ঠিকঠাকভাবে সেটআপ করার পর, রাউটারের ওয়েব ইন্টারফেস এ প্রবেশ করতে হবে। তারপর ওয়াইফাই অপশনের উপর চাপ দিতে হবে। এরপর ডুয়াল ব্যান্ড অপশনটি ওপেন করে দিতে হবে। এবং, 5.0 Ghz Band এর চ্যানেলটা 161 সিলেক্ট করতে হবে। এবং Bandwidth 80M করে দিতে হবে। এরপর আপনার ডোয়াল ব্যান্ড সাপোর্টেড ফোনের ওয়াইফাই সেটিংসে প্রবেশ করতে হবে। সেখানে নিম্নে প্রদর্শিত ছবিটি দেখতে পাবেন। এবং এবং 2.4/5 Ghz দুটি ব্যান্ড একই সাথে শো করবে। এভাবেই আপনারা Mi Router 4A (Regular Edition) রাউটারটির Dual Band Not Showing প্রবলেমটি সলভ করতে পারবেন.

# পোস্টটি google ভয়েস টাইপিং এর মাধ্যমে করা হয়েছে। সুতরাং ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে পোস্টটি পড়ার জন্য। ❤️

(Link : https://juni.pr/3SqKbkz)







Tags:
technical jawad
tech videos
technical videos
router
router settings
how to change mi router region
mi router best settings
how to fix mi router 5ghz problem
how to fix mi router problem 5g
mi router
region change
tutorial videos
tutorial