সতীর্থদের ওপর মেসির প্রভাব অবিশ্বাস্য

Channel:
Subscribers:
574,000
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=-IotEbe02AQ



Duration: 2:57
50 views
1


সতীর্থদের ওপর মেসির প্রভাব অবিশ্বাস্য।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মতে, ব্যক্তি হিসেবেও ভীষণ শ্রদ্ধার পাত্র এই ফুটবল মহাতারকা।

ফুটবলার হিসেবে লিওনেল মেসি এমন এক নাম, প্রতিপক্ষ শিবিরেও যার প্রতি থাকে শ্রদ্ধা। সতীর্থ হিসেবে তিনি কেমন? খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় লিওনেল স্কালোনির কাছে বিষয়টি ব্যাখাতীত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ বললেন, দলের ওপর এই ফুটবল মহাতারকার মতো আর কাউকে এতটা প্রভাব ফেলতে দেখেননি তিনি।

দীর্ঘ ৩৬ বছর প্রতিক্ষার অবসান ঘটিয়ে কাতারে বিশ্ব সেরার মুকুট জেতে আর্জেন্টিনা। আসর জুড়ে দলটির উজ্জীবিত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সঠিক পথে রাখেন মেসি। আসরের সেরা খেলোয়াড়ের খেতাব জেতা এই ফরোয়ার্ড এক সুতোয় গেঁথে রেখেছিলেন পুরো দলকেই।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ বলেই হয়তো বিশ্বকাপ জয়ের জন্য বাড়তি তাড়না অনুভব করেছিলেন। আর এই কিংবদন্তির হাতে বিশ্বকাপের শিরোপা দেখার জন্য তার সতীর্থরা মাঠে ঢেলে দেন তাদের সামর্থ্যের সবটুকু। দুইয়ের দারুণ মেলবন্ধনে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে স্কালোনির দল।

বিশ্বকাপের আগে ও পরে বিভিন্ন সময়েই মেসির জাতীয় দলের সতীর্থরা তাকে নিয়ে মুগ্ধতার কথা বলেছেন। পিএসজি তারকার সঙ্গে খেলতে পারাটাই কারো কাছে ছিল বড় এক স্বপ্ন। প্রত্যেকের কন্ঠেই ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে ফুটে উঠেছে তাদের অগাধ শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

জনপ্রিয় ইউনিভারসো ভালভাদো শো-তে স্কালোনি বিষয়টি তুলে ধরেছেন তার নিজের অভিজ্ঞতা থেকে। গত সোমবারের অনুষ্ঠানে তিনি বলেন, খেলোয়াড় ও ব্যক্তি হিসেবেও দলের অন্যদের ওপর অবিশ্বাস্য প্রভাব রয়েছে মেসির।

সে ফুটবলের একজন নেতা এবং আপনারা তা দেখতে পান। সে যখন কথা বলে, তখন সঠিক কথাই বলে। সতীর্থরা তার দিকে যে দৃষ্টিতে তাকায়, তাকে যেভাবে দেখে, সেখানে থাকে শ্রদ্ধা... এটি ব্যাখ্যা করা খুব কঠিন।”

“সে তার সতীর্থদের মাঝে এমন সব ভাবনা সঞ্চারিত করে যা আগে কখনও দেখিনি, বিষয়টা কেবল একজন ফুটবলার হিসেবে নয়। এটা বলা কঠিন, আমি এ বিষয়ে বলতে পারি। মেসির কথায় সতীর্থদের মধ্যে কী সঞ্চারিত হয়, সেটা অনুভব করতে হলে প্রত্যক্ষ অভিজ্ঞতা নিতে হবে।”

বিশ্বকাপের আগে ২০২১ সালে মেসিরা আর্জেন্টিনাকে এনে দেন কোপা আমেরিকার শিরোপা। জাতীয় দলের হয়ে এটি ছিল সাবেক বার্সেলোনা ফুটবলারের প্রথম শিরোপা।

আর্জেন্টিনার হয়ে সাফল্যময় পথচলায় দলের কয়েকজনের সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে মেসির। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম রদ্রিগো দে পল। মাঠে ও মাঠের বাইরে সবসময় মেসির পাশাপাশি দেখা যায় তাকে, নিয়মিত চলে খুনসুটিও।

স্কালোনি মনে করেন, মেসির সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হলে খুব বেশি কিছু না করে স্রেফ নিজের মত থাকতে হবে। সবার জন্য যে অধিনায়কের দরজা খোলা, মনে করিয়ে দিলেন সেটাও। বললেন, অধিনায়ককে বন্ধুর মতো পেতে বিশেষ কিছু করার দরকার নাই বা তার সঙ্গে কথা বলতেই হবে, বিষয়টা এমনও নয়।

"নিজের মতো থাকলেই হবে। যেমন দে পল তার মতোই থাকে এবং মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো। কিংবা পারেদেসসহ অন্য তরুণরা তাকে এমন প্রশ্ন করে, যেটা অন্যরা করে না…।”




Other Videos By Joy tv


2023-01-31বিশ্বকাপে চরম অসভ্যতা! দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের ৪ তারকাকে নিষিদ্ধ করল ফিফা
2023-01-31মেসি নয় রোনালদো এখন সেরা || সৌদি আরবে গিয়ে মেসিকে টপকে গেছেন রোনালদো
2023-01-30সৌদি আরবে গিয়েও কোচের সঙ্গে সংঘাত জড়ালেন রোনাল্ডোর
2023-01-30নিয়ম ভেঙ্গে সৌদি আরবের রিয়াদে যেভাবে জন্মদিন পালন করলেন রোনালদোর বান্ধবী
2023-01-30তীরে এসে তরী ডুবালেন মেসি নেইমারদের || পিএসজিতে বার বার ব্যর্থ হচ্ছে মেসি এমবাপ্পে নেইমারা
2023-01-30সৌদিতে আবারও ধাক্কা রোনালদোর, এবার বিদায় নিলো তার দল
2023-01-29চমক দিয়ে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা,কপাল পুড়লো রোনালদো নেইমারের
2023-01-29ব্যতিক্রমী ব্যক্তির গোলে আর্সেনালকে হারাল ম্যান সিটি।
2023-01-28মেসি, মেসি’ স্লোগানে রোনালদোর কাটা ঘায়ে নুনের ছিটা || রোনালদোর পরাজয়ে মেসি মেসি স্লোগান
2023-01-28চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল ব্রাজিল,স্বপ্ন ১২তম শিরোপা || ভেঙ্গে গেল আর্জেন্টিনার হেক্সা মিশন স্বপ্ন
2023-01-27সতীর্থদের ওপর মেসির প্রভাব অবিশ্বাস্য
2023-01-26৩ হাজার কোটি টাকায় মেসিকে পেতে চায় সৌদির আরেক ক্লাব
2023-01-26১০ জনের সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা
2023-01-26ব্রাজিলের ড্রয়ে টিকে রইল আর্জেন্টিনার স্বপ্ন ||
2023-01-26মাতাল হয়ে অনুশীলন || নেইমারের উপরে ক্ষেপে গেলে কোচ || গোল করেও কোচের মন জয় করতে পারেননি নেইমার
2023-01-25প্রাণনাশের ঝুঁকিতে ব্রাজিলের ফুটবলার দানি আলভেজের।
2023-01-25মার্টিনেজের পরে এমবাপের অশ্লীল কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া
2023-01-25হঠাৎ সকল ধরলেনর খেলা থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কা
2023-01-24চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পেরে উঠলো না আর্জেন্টিনা || ব্রাজিল বনাম আর্জেন্টিনা
2023-01-24মেসিকে ছাড়াই পিএসজির গোল উৎসব, এমবাপ্পে করলেন একাই ৫ গোল
2023-01-24প্যারাগুয়ের পর এবার ব্রাজিলের কাছে হেরে হেক্সা মিশনে জোড়া ধাক্কা আর্জেন্টিনার||Brazil 3-1 Argentina



Tags:
sports tv
sports news
sports update
football news
update news
সতীর্থদের ওপর মেসির প্রভাব অবিশ্বাস্য
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি
লিওনেল মেসি