Meena Game (Level 2) - Counting Chicken জাদুকর নিয়ে গেল মিনাকে
Meena Game (Level 2) - Counting Chicken জাদুকর নিয়ে গেল মিনাকে
Meena wishes to go to school, but her parents see no purpose to this, because she is a girl. To overcome this problem, Meena enlists the help of her parrot, Mithu, who memorises the school lesson and relays it to her after class. As a result, Meena learns how to count in twos. She counts her family's chickens and realises that one is missing. It turns out that a thief has stolen the chicken. The villagers chase the thief and are able to recover the chicken. As a result of this incident, Meena's parents realise the value of education and allow her to attend school along with her brother, Raju. - Wiki
TV Episode #1
চরিত্রসমূহ:
মীনা: কেন্দ্রীয় চরিত্র। সে বিদ্যালয়ে যেতে ভালবাসে এবং নতুন কোন কিছু সম্পর্কে শিখতে ও জানতে
চায়। প্রকৃতি প্রদত্ত ইন্দ্রিয়ের সাহায্যে ভাল-মন্দ বোঝার সক্ষমতা তার রয়েছে। গ্রামের যে কোন সমস্যা
মোকাবিলা করতে গিয়ে পিছু হটে না। তার এ শক্তিশালী ক্ষমতা দিয়ে দক্ষিণ এশিয়ার শিশুদের
উজ্জ্বল ভবিষ্যত সম্ভাবনার কথা তুলে ধরে। মীনা তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে প্রয়োজনীয়
কাজ করে যায় ও কথা বলে চলে।
রাজু : মীনার পিঠেপিঠি ভাই।
মিঠু : মীনার সবচেয়ে কাছের বন্ধু ও তার পোষা টিয়া ।
রাণী : মীনা-রাজুর ছোট্ট বোন।
দাদী : মীনা-রাজুর বৃদ্ধা দাদী। বাবা-মা : মীনা-রাজুর বাবা-মা।
লালী : মীনাদের গরু।
মুনমুন : মীনাদের ছাগল।
মোড়ল গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।
দোকানদার : সামন্ততান্ত্রিক, অত্যাচারী, শঠ চরিত্রের লোক। বাজারে তার দোকান আছে এবং তার ছেলে শহর থেকে ডাক্তারি পাশ করে এসেছে। কার্টুন ধারাবাহিকগুলোতে তিনিই মূলত খলনায়ক। রিতা : মীনার স্কুলের উপরের শ্রেণীতে পাঠরত একজন আপু। পরবর্তীকালে তাঁর সাথে দোকানদারের ছেলের বিয়ে হয়।
দিপু : মীনার একজন দুষ্টু বন্ধু। বিভিন্ন সময়ে দিপুকে সচেতন করতে সহায়তা করেছে মীনার টিয়া মিঠু।
স্কুলের বড় আপা বা শিক্ষিকা : ইনি মীনাকে বিভিন্ন সমস্যায় সময় ও বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা
করেছেন।
এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন চরিত্রের আগমন ঘটেছে। ফুফু আম্মা: মীনা-রাজুর বাবার বড় বোন। বদমেজাজি, নিষ্ঠুর প্রকৃতির মহিলা।