রুম হীটার চালালে ঘন্টায় কতো টাকার বিদ্যুৎ খরচ হয়? Room Heater Electricity Bill Calculation in Taka
বাসাবাড়িতে ব্যবহৃত পোর্টেবল রুম হীটার কি আসলে অনেক বেশি বিদ্যুৎ খরচ করে? এই ভিডিওতে আপনার সেই প্রশ্নের উত্তর পাবেন।
*ভিডিওতে ব্যবহৃত ডিজিটাল ওয়াটমিটারের লিংক নীচে দেয়া আছে*
রুম হীটার অনেক বেশি বিদ্যুৎ খরচ করে এমন একটা ধারণা মোটামুটি সবার মাঝেই আছে। কিন্তু সেই বেশিটা আসলে কতো? কতো ওয়াট বা কয় টাকার বিদ্যুৎ লাগে ওভেন চালাতে? শীতকালে নিয়মিত রুম হীটার ব্যবহার করলে মাসে কতো টাকা বিদ্যুৎ বিল আসে? রুম হীটার চালানো কি অনেক ব্যায়বহুল?
এই ভিডিওতে আমি সেইসব প্রশ্নের উত্তর খুজে বের করার চেষ্টা করেছি। এখানে আমি কিছুক্ষণ রুম হীটার চালিয়ে কতো টাকার বিদ্যুৎ খরচ হলো সেটা দেখিয়েছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন যে বাংলাদেশে রুম হীটার চালাতে কতো টাকার বিদ্যুৎ খরচ হয়।
ভিডিওতে দেখানো রুম হীটারটি নোভা ব্র্যান্ডের। এর মডেল নাম্বার এনভি৬০৪০
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
► এই ডিজিটাল ওয়াটমিটারটি আপনারা কিনতে চাইলে আমি যেখান থেকে কিনেছি সেই লিংকটি দিলামঃ https://s.click.aliexpress.com/e/_DC2gz9B
► এছাড়াও আপনারা একই প্রোডাক্ট চাইলে অ্যামাজন থেকেও কিনতে পারেনঃ https://amzn.to/3XTu0zn
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
The power consumption of a portable room heater varies depending on the model, size and usage. On average, a typical room heater uses between 1000 to 4000 watts. The exact power consumption can be found on the appliance specification label or in the user manual. In this video i will show you the amount of WATT consumption by my NOVA NV-6040 Room Heater by a WATT Meter and then use the data to calculate the electricity bill of a room heater.
#roomheater
#electricitybill
#electricitybillcalculation
#galaxystation