সেই রহস্যজনক ১৭ই জুলাই ২০২৪ || যে পুলিশটা বোমা কিংবা ককটেল নিক্ষেপ করছিল ভার্সিটি ক্যাম্পাসে
কোনোদিনও হয়তো ভুলবো না যে যা হয়েছিল জুলাইতে। যুদ্ধ আর যুদ্ধ, কোনো শান্তি নাই। ১-২৭/৩০ বছরের মধ্যে হওয়াটা যেন বড় অপরাধের কিছু যেহেতু এই বয়সের যে কাউকে বাহিরে দেখলেই গুলি নিক্ষেপ কিংবা গ্রেফতার যদি কিশোর এবং ভার্সিটির ছাত্র হয়ে। গ্রেফতার হয়ে যাওয়া থেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করতে গেলেই গুলি নিক্ষেপ করে,খুন করে যেন বিষয়টিই হচ্ছে "হয়ে গ্রেফতার হও না হয়ে মরে যাও"। অনেকের বাসায় অভিযানের নামে যদি ভিতরে একজন শিক্ষার্থীকে পায় তাহলে গ্রেফতার করে ধরে নিয়ে যায় কিংবা গুম করে কিংবা খুন করে। কোনো বাচ্চা দেখলেই খুন। বাচ্চা হওয়াটাই যেন দোষের কিছু। কেউ জানালা দিয়ে কিংবা বারান্দা দিয়ে ভিডিও করতে গেলে সেই ভিডিও করা ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে যেতে হয়। কি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হলো। আইয়ুব খান ও এরশাদের চেয়েও মারত্মক অবস্থা। মনে হচ্ছিল যে এই অবস্থাতেই থাকবে দেশ কিন্তু ৩ তারিখ থেকে আস্তে আস্তে পুলিশ দুর্বল হয়ে পড়ছে, সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে অনেক জায়গায়। ৫ তারিখ যে হাসিনা দেশ ছেড়ে বাধ্য হয়ে ভাগবে, এটা কোনোভাবেই ভাবনা করাও যায়নি।