সেই তারা ভরা রাতে

Channel:
Subscribers:
828
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=wf8WZ1pstwQ



Duration: 4:06
82 views
0


LRB
Love runs blind

সেই তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে,
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু,
তোমারই সুখের কথা।

আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি,
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি।

আজও হলোনা বলা
আমার না বলা কথা।
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে,
তোমাকে আমার মনের ব্যাথা।

আমি অনেক ব্যাথা সয়ে
ছল ছল চোখের জ্বলে
তোমার চলে যাওয়া দেখেছি,
আর রাতেরও আধারে
মনের দুঃখে আমি কেঁদেছি।

আজও হলোনা বলা
আমার না বলা কথা।
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে,
তোমাকে আমার মনের ব্যাথা।