ডার্ক ওয়েব সম্বন্ধে সব ভুল ধারনা সরিয়ে বাস্তবে ডার্ক ওয়েব কি সেটা জেনে নিন।
আজকের ভিডিও তে আমরা আলোচনা করবো "ডার্ক ওয়েব কি"? তার সাথে ডীপ ওয়েব এবং সারফেস ওয়েব এর ধারনাও পেয়ে যাবে। কীভাবে ডার্ক ওয়েবে ধুকতে হয় এবং সেখানে কি কি কাজ করা হয় এই সমস্ত কিছু ভাল ভাবে ভিডিও তে ব্যাখ্যা করা আছে। ডার্ক ওয়েব সম্বন্ধে আমাদের অনেকেরিই অল্প কিছু ধারনা রয়েছে, আর সেটা নেগেটিভ ধারনা। আজ ডার্ক ওয়েবের কিছু ভাল দিক দেখাব, যাতে ডার্ক ওয়েব সম্পর্কে তুমি সব কিছুই জানতে পার। ছোটো করে বললে, আমাদের অনেকেরি ধারনা আমরা ইন্টারনেট এর সব কিছু জেনে নিয়েছি। কিন্তু সত্যি বলতে আমরা শুধু ৪% ই জানি বাকি ৯৬% অজানা। এই ৯৬% এর মধ্যে আছে ডার্ক ওয়েব এবং ডীপ ওয়েব। সাধারণ ওয়েব আর ডার্ক ওয়েব এর মধ্যে পার্থক্য কীভাবে করতে পারবে এটাও ভিদেওতে বলা হয়েছে। এছাড়া এনক্রিপটেট এই কথাটার মানে খুব ভাল করে জানতে চলেছও।
** ভাষাই বিজ্ঞান তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য, আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটির পাসে থাকবেন।
**আমার এই ভিদেও র উদেশ তোমাকে ডার্ক ওয়েব সম্বন্ধে সচেতন করা, তোমকে ডার্ক ওয়েবে যাওয়ার জন্য উৎসাহিত করা না। সুতরাং, কখনয় ডার্ক ওয়েবে যাওয়ার চিন্তা মাথাই আনবে না।
আমাদের অন্যান্য ভিডিও --
এই ১২ টি অ্যাপ হ্যাকাররা ব্যাবহার করে -- https://youtu.be/zJeMoAfVm6k
#ডার্কওয়েব
#ডার্কওয়েবকি
#ডিপওয়েব
#কিআছেডার্কওয়েব
#ডার্কনেট
#ডার্কওয়েবএপ্রবেশ
#ডার্কওয়েবজগত
#ডার্কওয়েবরহস্য
#darkwebbangla
#deepwebbangla