মাউরার মায়রে বাপ!

Subscribers:
589
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=AW59GIQ7WQU



Duration: 2:42
393 views
2


মোহাম্মদপুর এলাকাস্থ "হায়দার বাবা" নামক ভন্ড এক পীর মারা গেলে তার ভণ্ড অনুসারীরা স্থানীয় ঈদগাহ মাঠ দখল করে মাজারব্যবসা শুরু করে। এতে তাজমহল রোড জামে মসজিদ কমিটির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ও র‍্যাব ২ এর একটি দল মাজার উচ্ছেদ করতে গেলে মাজারের লোকজন এবং জেনেভাক্যাম্পের আটকে পড়া পাকিস্তানি ( মাউরা :P ) তাদের বাধা দেয় এবং জামে মসজিদ এতিমখানায় হামলা করার চেষ্টা চালায়। এসময় পুলিশ বেশ কয়েকদফা ফাকা গুলি ও রাবারবুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এতে কমপক্ষে ২ জন গুলিবিদ্ধ হয়। এসময় মাউরারা একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার সহ কিছু গাড়ি এবং একটি দোকানে ভাংচুর চালায়। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। :3







Tags:
Random Mishap