নবগ্রামে ধানজমি জলের তলায়, কৃষকদের একমাত্র ভরসা শস্য বীমা।
Channel:
Subscribers:
7,640
Published on ● Video Link: https://www.youtube.com/watch?v=yPnxWoBTeMw
নবগ্রামে ধানজমি জলের তলায়, কৃষকদের একমাত্র ভরসা শস্য বীমা
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিস্তীর্ণ ধানজমি অতিবৃষ্টি ও ডিভিসি-র জল ছাড়ার ফলে জলের তলায়। ফলে মাথায় হাত কৃষকদের। এক বিঘা আমন ধান চাষে খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। লোন বা ধার নিয়ে চাষ করায় ক্ষতির পর ঋণ শোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। তাদের একমাত্র আশা এখন শস্য বীমা। কৃষি দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত মৌজাগুলি পরিদর্শন শুরু করেছেন।
📍নবগ্রাম থেকে আলাল সেখের রিপোর্ট, GramBartaPlus