PWD-র রাস্তা নির্মাণের দাবি।
কাবিলপুরে রাস্তার দাবিকে কেন্দ্র করে উত্তাল আন্দোলন, রাজনীতির রঙ চড়ল
৩০ আগস্ট, কাবিলপুর:
PWD-র রাস্তা নির্মাণের দাবিকে ঘিরে কাবিলপুরে তীব্র আন্দোলনে ফেটে পড়লেন সুশীল সমাজ ও ছাত্ররা। এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এদিন সাধারণ মানুষ রাস্তায় নামেন। আন্দোলনের মাঝেই এক শিক্ষককে ধাক্কা দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল। তবে স্থানীয় তৃণমূল কর্মীরা সেই ঘটনাকে ‘তুচ্ছ’ বলে উড়িয়ে দেন।
আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘ প্রতিশ্রুতি সত্ত্বেও রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না, ফলে গ্রামবাসীরা ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, এই আন্দোলন আসলে “নাটক ও রাজনীতি ছাড়া আর কিছু নয়”। এর ফলে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে এলাকায়।
স্থানীয় মানুষদের একাংশ জানাচ্ছেন, রাস্তাঘাটের দাবির ন্যায্যতাকে ছোট করে দেখা হলে ক্ষোভ আরও বাড়বে। এখন দেখার বিষয়, প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে কি না।
🔴 Disclaimer (দায়বদ্ধতা ঘোষণা):
এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদান ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি। ভিডিওতে উল্লেখিত ঘটনাসমূহ সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত। আমরা কোনো গুজব, ঘৃণা ছড়ানো বা কারো মানহানি করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করি না।
📌 সংবাদের উৎস:
আমাদের খবর বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, সংবাদ সংস্থা, সংবাদ সম্মেলন এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়।
📢 আপনার মতামত ও খবর পাঠাতে যোগাযোগ করুন:
📧 Email: grambartaplus@gmail.com
📱 WhatsApp: 9995344864
🙏 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
🚫 কপিরাইট বিষয়ক নোট:
এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত চিত্র, ভিডিও ক্লিপস ও অডিও শুধুমাত্র সংবাদ ব্যাখ্যা ও বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে (Fair Use)। কোনও কপিরাইট সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে উপরের ইমেল ঠিকানায় মেল করুন, আমরা অবিলম্বে পদক্ষেপ নেব।
🔔 সতর্কবার্তা:
আমাদের চ্যানেলে আপলোড হওয়া কোনো কনটেন্ট যদি ভুল তথ্য বা আপত্তিকর মনে হয়, আপনি সরাসরি আমাদের রিপোর্ট করতে পারেন। আমরা যথাযথ যাচাই করে সেটি মুছে দেব।
📌 #BanglaNews #BreakingNews #LatestUpdate #NewsChannel